পল্লী বিদ্যুৎ অনলাইন সংযোগ সিস্টেমঃ নতুন বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে সকল কার্যক্রম অনলাইনে সম্পন্ন করা যায়। এতে গ্রাহককে একবারও সমিতিতে আসতে হয়না এবং সমিতির কর্মচারীদেরও কেবলমাত্র মিটার সংযোগের জন্য চুড়ান্ত পর্যায়ে একবার গ্রাহকপ্রান্তে যেতে হয়।
Transformer Maintenance and Load Management (TMLM) সিস্টেমঃ বিতরণ ট্টান্সফরমারের লোড স্বয়ংক্রিয়ভাবে সনাক্তকরণের মাধ্যমে প্রয়োজনীয় Maintenance এবং Load Management সম্পন্ন করা যায়।
ইলেক্ট্রনিক মিটার রিডিং সিস্টেম (EMRS): ডিজিটাল পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে এন্ট্রিকৃত মিটার রিডিং প্রক্রিয়াকরণের মাধ্যমে বিদ্যুৎ বিল জেনারেট করা যায়। এতে মিটার রিডিং ম্যানুপুলেশনের কোন সুযোগ থাকে না।
ষ্টোর ম্যানেজমেন্ট সফটওয়্যারঃ সমিতির মালামালের সার্বিক ব্যবস্থাপনা ষ্টোর ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে পরিচালনা করা হয়।
সেবা সম্পর্কিত নাগরিক মতামত সিস্টেমঃ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিসমূহের সেবা সম্পর্কে নাগরিকদের মতামত গ্রহণ করার জন্য বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড অনলাইনে নাগরিকদের মতামত প্রদানের জন্য ওয়েব বেইসড সফটওয়্যার প্রনয়ন করেছে ।
প্রি-পেইড মিটারিং সিস্টেমঃ পর্যায়ক্রমে প্রি-পেইড মিটার স্থাপন করা হচ্ছে।
OIMS( Online Info Management System): সকল পবিস কর্তৃক অনলাইনে ইনপুটকৃত তথ্যের ভিত্তিতে চাহিদামত রিপোর্ট Auto generate করা হয়।
ভিডিও কনফারেন্সিং: বাপবিবো কর্তৃক সকল (৮০টি) সমিতির সাথে একযোগে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রয়োজনীয় দিক-নির্দেশনা অতিদ্রুত দেয়া সম্ভব হচ্ছে। ফলে কাজের গতিশীলতা বৃদ্ধি পেয়েছে যা পল্লী বিদ্যুৎ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিলিং সফটওয়্যারঃ গ্রাহকের বিদ্যুৎ বিলিং কার্যক্রম সফটওয়্যারের মাধ্যমে পরিচালনা করা হয়।
Hardware Management System : বাপবিবো/পবিস এর কম্পিউটার হার্ডওয়্যারসমূহ সুষ্ঠ ব্যবস্থাপনার স্বার্থে Hardware Management System উন্নয়ন করা হয়েছে যার বাস্তবায়ন চলমান রয়েছে।
ওয়েবসাইট : বাপবিবোসহ সকল পবিসের জন্য ওয়েবসাইট প্রনয়ন ও বাস্তবায়ন চলমান রয়েছে।
ফেসবুক পেইজ : পবিস কর্তৃক ফেসবুক পেইজ খোলা হয়েছে, যার সাহায্যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিসমূহ কর্তৃক প্রদত্ত সেবার মান সম্পর্কে অবহিত হওয়া যায়। ফেসবুক গ্রুপের মাধ্যমে গ্রুপের সদস্যদের আইসিটি দপ্তর কর্তৃক পরিচালিত বিভিন্ন সফটওয়্যার সম্পর্কিত নানা ধরণের সমস্যার সমাধান করা হয়।
টেলিটক পল্লী চার্জ : টেলিটক বাংলাদেশ লিঃ এসএমএস (টেলিটক পল্লী চার্জ) এর মাধ্যমে বিদ্যুৎ বিল গ্রহণ করতে পারেন।
MIS : সমিতির ব্যবস্থাপনা সংক্রান্ত তথ্য MIS সফটওয়্যারের মাধ্যমে প্রক্রিয়াকরণ করে প্রতিবেদন প্রণয়ন করা হয়, যা ওয়েব সাইটে নিয়মিত প্রকাশ করা হয়।
অনলাইনে বিদ্যুৎ বিল পরিশোধঃ ডিজিটাল কেন্দ্রের মাধ্যমে অনলাইনে বিদ্যুৎ বিল পরিশোধ করা যায়।
Trainning সফটওয়্যারঃ বাপবিবোর্ড আয়োজিত বিভিন্ন প্রশিক্ষণ ব্যবস্থাপনা, ফলাফল ও সার্টিফিকেট সফটওয়্যারের মাধ্যমে প্রকাশ করা হয়।
পে-রোল সফটওয়্যারঃ পে-রোল সফটওয়্যারের মাধ্যমে বেতন ও ভাতাদি প্রক্রিয়াকরণ করা হয়।
লোড শেডিং ইনফরমেশন সিস্টেম : অনলাইন পদ্ধতিতে লোড শেডিং এর তথ্য প্রক্রিয়াকরণ করা হয়।
e-GP : অনলাইন পদ্ধতিতে (e-GP) মালামাল ক্রয় সম্পাদন করা হয়।
অনলাইনে চাকুরীর আবেদন : চাকুরীর আবেদন গ্রহন ও প্রক্রিয়াকরনের জন্য অনলাইন পদ্ধতি ব্যবহার করা হয়।
অডিট ম্যানেজমেন্ট সফটওয়্যার : বিদ্যুৎ বিভাগ কর্তৃক বাপবিবো/পবিসের জন্য অডিট ম্যানেজমেন্ট সফটওয়্যার বাস্তবায়ন করা হয়েছে ।
ই-ফাইলিং কার্যক্রমঃ বাপোবিবোর সকল দপ্তর/পরিদপ্তরে ই-ফাইলিং কার্যক্রম শুরু হয়েছে যার সাহায্যে দাপ্তরিক কাজে গতিশীলতা আনয়নসহ স্বচ্চতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যাচ্ছে।
MyPBS : যেকোন ব্যক্তি/গ্রাহক দেশের যেকোন প্রান্ত থেকে যেকোন পল্লী বিদ্যুৎ সমিতির সাথে সংযুক্ত হয়ে স্বল্প সময়ের মধ্যে তার জিজ্ঞাসার জবাব সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে কথা বলে জানতে পারবেন।
Fault Locator : Fault Locator এর সাহায্যে বিতরণ লাইনে কোন Fault হলে তা অতি দ্রুত সনাক্ত করা যায়।
বিলিং SMS: SMS এর মাধ্যমে সকল গ্রাহককে বিলিং তথ্য জানানো হয়।
Load Shedding SMS: SMS এর মাধ্যমে সকল গ্রাহককে Load Shedding এর আগাম তথ্য জানানো হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস