গ্রাহকের জ্ঞাতব্য বিষয়
এক অবস্থান সেবা
মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি এর সদর দপ্তর জোনাল অফিস সমূহের ’’এক অবস্থান সেবা’’ এ নতুন বিদ্যুৎ সংযোগ, বিদ্যুৎ বিভ্রাট/ বিল/ মিটার সংক্রান্ত অভিযোগ, বিল পরিশোধের ব্যবস্থাসহ সকল ধরনের অভিযোগ জানানো যাবে এবং এতদসংক্রান্ত বিষয়ে তথ্য পাওয়া যাবে।
নতুন সংযোগ গ্রহণ
বিদ্যুৎ সম্পর্কিত বিবিধ সেবার বিবরণ |
গ্রাহক শ্রেনি /প্রযোজ্যতা |
ফি/চার্জ (টাকা) |
||
১. |
নতুন সংযোগের আবেদন ফি (প্রতিটি মিটারের জন্য) |
এলটি |
ক) এক ফেজ |
১০০.০০ |
খ) তিন ফেজ |
৩০০.০০ |
|||
এমটি এবং এইচটি |
১০০০.০০ |
|||
ইএইচটি |
২০০০.০০ |
|||
২. |
অস্থায়ী সংযোগের আবেদন ফি |
এলটি |
ক) এক ফেজ |
২৫০.০০ |
খ) তিন ফেজ |
৫০০.০০ | |||
এমটি | ১০০০.০০ | |||
৩. |
বকেয়ার কারণে সংযোগ বিচ্ছিন্নকরণ (DC) চার্জ /বকেয়ার কারণে বিচ্ছিন্ন সংযোগ পুনঃ সংযোগ চার্জ (RC) |
এলটি |
ক) এক ফেজ |
৬০০.০০ |
খ) তিন ফেজ |
১৫০০.০০ | |||
এমটি এবং এইচটি |
৬০০০.০০ | |||
ইএইচটি | ১০০০০.০০ | |||
৪. |
গ্রাহকের অনুরোধে সংযোগ বিচ্ছিন্নকরণ চার্জ (DC)/গ্রাহকের অনুরোধে বিচ্ছিন্ন সংযোগ পুনঃ সংযোগ চার্জ (RC) |
এলটি |
ক) এক ফেজ |
২০০.০০ |
খ) তিন ফেজ |
৪০০.০০ | |||
এমটি এবং এইচটি |
১০০০.০০ | |||
ইএইচটি | ২০০০.০০ | |||
৫. |
গ্রাহকের অনুরোধে মিটার পরীক্ষা চার্জ |
এলটি |
ক) এক ফেজ |
২০০.০০ |
খ) তিন ফেজ |
৪০০.০০ | |||
|
৬০০.০০ | |||
এমটি এবং এইচটি |
১০০০.০০ | |||
ইএইচটি |
২০০০.০০ | |||
৬. |
গ্রাহকের অনুরোধে গ্রাহক আঙ্গিনায় মিটার পরিদর্শন চার্জ |
এলটি |
ক) এক ফেজ |
১৫০.০০ |
খ) তিন ফেজ |
৩০০.০০ | |||
|
৫০০.০০ | |||
এমটি এবং এইচটি |
১০০০.০০ | |||
এমটি এবং এইচটি |
২০০০.০০ | |||
৭. |
জরুরী প্রয়োজনে ট্রান্সফরমার ভাড়া (সর্বোচ্চ ১৫ দিন, তবে বিশেষ বিবেচনায় দ্বিগুণ হারে ৩০ দিন) |
১১ কেভি ট্রান্সফরমার, ড্রপআউট ফিউজ কাট আউটসহ |
৩০০.০০/দিন | |
৩৩ কেভি ট্রান্সফরমার, ড্রপআউট ফিউজ কাট আউটসহ |
৬০০.০০/দিন |
উপরোক্ত ফি পবিস এর অনুকুলে নগদ জমা দিতে হবে (অফেরত যোগ্য)।
(২) শিল্প প্রতিষ্ঠানের লে-আউট প্লানসহ প্রস্তাবিত বৈদ্যুতিক যন্ত্রপাতির অবস্থান সম্বলিত ড্রইং ও বিস্তারিত বিবরণ জমা দিতে হবে।
(৩) সাময়িক সংযোগ এবং বৈদ্যুতিক লোডের নিশ্চয়তা চাওয়া হলে এবং সমিতি কর্তৃক এতদসংক্রান্ত সম্মতিপত্র জারী করা হলে সংরক্ষণ ফি স্থায়ী সংযোগ হওয়া পর্যন্ত প্রযোজ্য হবে।
নতুন সংযোগের জন্য আবেদনপত্রের সাথে নিম্নোক্ত দলিলাদি দাখিল করতে হবেঃ-
সোলার প্যানেল স্থাপন
আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে- ০২(দুই) কিঃওঃ এর অধিক লোড বরাদ্দ প্রাপ্ত গ্রাহকগণকে মোট চাহিদার ৩% লোডের জন্য সোলার প্যানেল বসাতে হবে। শিল্প ও বানিজ্যিক গ্রাহকদের ক্ষেত্রে ৫০ কিঃওঃ পর্যন্ত লোড বরাদ্দ প্রাপ্ত গ্রাহকদের শুধুমাত্র লাইট ও ফ্যান লোডের ৭%, ৫০ কিঃওঃ উর্ধ্বে লোড বরাদ্দ প্রাপ্ত গ্রাহকদের লাইট ও ফ্যান লোডের ১০% এবং পোশাক শিল্পের জন্য লাইট ও ফ্যান লোডের ৫% এর জন্য সোলার প্যানেল বসাতে হবে।
বিল সংক্রান্ত অভিযোগ
বিল সংক্রান্ত যে কোন অভিযোগ যেমন চলতি মাসের বিল পাওয়া যায়নি, বকেয়া বিল, অতিরিক্ত বিল ইত্যাদির জন্য ‘‘এক অবস্থান সেবা’’ এ যোগাযোগ করলে তাৎক্ষনিক সমাধান সম্ভব হলে তা নিষ্পত্তি করা হবে। অন্যথায় একটি নিবন্ধন নম্বর দিয়ে পরবর্তী যোগাযোগের সময় জানিয়ে দেয়া হবে এবং পরবর্তী ৭(সাত) দিনের মধ্যে নিষ্পত্তির ব্যবস্থা নেয়া হবে।
বিল পরিশোধ
সদর দপ্তর/জোনাল অফিসের “এক অবস্থান সেবা” সংলগ্ন ক্যাশ শাখায় বিল পরিশোধ করতে পারবেন। তাছাড়া সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি এর বিদ্যুৎ বিল সংগ্রহকারী ব্যাংক শাখা সমূহে এবং টেলিটক সংযোগের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।
বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ
পবিসের নির্দিষ্ট ‘‘অভিযোগ কেন্দ্র’’ এ আপনার বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ জানানো হলে আপনাকে অভিযোগ নম্বর ও নিষ্পত্তির সম্ভাব্য সময় জানিয়ে দেয়া হবে। অভিযোগ নম্বরের ক্রমানুসারে আপনার বিদ্যুৎ বিভ্রাট দূরীভূত করার লক্ষ্যে ২৪ ঘন্টার মধ্যে নিষ্পত্তির ব্যবস্থা নেয়া হবে। কোন কোন ক্ষেত্রে যদি নির্ধারিত সময়ে বিদ্যুৎ বিভ্রাট দূরীভূত করা সম্ভব না হয়, তার কারণ গ্রাহককে অবহিত করা হবে।
নতুন সংযোগের জন্য জামানতের পরিমাণ
গ্রাহক শ্রেণি |
অনুমোদিত লোড সীমা (কি.ও.) |
জামানতের হার (টাকা/কি.ও.) |
|
১. |
এলটি-এ এবং এলটি-বি (আবাসিক , সেচ) |
২ কি.ও. পর্যন্ত |
৪০০.০০ |
২. |
এলটি-এ এবং এলটি-বি(আবাসিক , সেচ) |
২ কি.ও. এর উর্ধ্বে |
৬০০.০০ |
৩. |
এলটি-সি ১, এলটি -সি ২ (এলটি-ডি ১ সিআই, এলটি-ডি ২ , এলটি-ই এবং এলটি -টি |
সকল | ৮০০.০০ |
৪. |
এমটি (নাই) |
সকল | ১০০০.০০ |
যে কোন ধরণের সরকারী প্রতিষ্ঠান হতে লীজ গ্রহণকৃত জমিতে সংযোগ প্রদানের ক্ষেত্রে গ্রাহককে নিয়মানুযায়ী গ্যারান্টি ডিপোজিটের অতিরিক্ত হিসাবে প্রতি কিঃওঃ বা অংশ বিশেষের লোড এর জন্য ১,০০০/- টাকা করে অতিরিক্ত গ্যারান্টি ডিপোজিট প্রদান করতে হবে। তবে ব্যক্তিগত জমি লীজ গ্রহণের মাধ্যমে সংযোগের ক্ষেত্রে এর পরিমান হবে ৫০০/- টাকা।
অস্থায়ী বিদ্যুৎ সংযোগ
মেলা/রাস্তা/ব্রীজ ইত্যাদিএর নির্মাণ কাজে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। অস্থায়ী বিদ্যুৎ সংযোগের জন্য নিম্নোক্ত অর্থ জমা দিতে হবে।
ক) মালামালের মূল্যের ১১০% মূল্য জমা দিতে হবে। সংযোগ শেষে ব্যবহারযোগ্য মালামালের ১০০% মূল্য ফেরত দেয়া হবে।
খ) লেবার কষ্ট, সংযোগ ও বিচ্ছিন্ন ফি।
গ) শিল্প রেটে প্রাক্কলিত বিদ্যুৎ বিল।
ঘ) ট্রান্সফরমার উঠানো - নামানো ফি এবং ভাড়া।
লোড পরিবর্তন
# র্নিধারিত সমীক্ষা ফি জমা দিয়ে আবেদন করতে হবে।
# লোড বৃদ্ধির জন্য প্রযোজ্য অনুযায়ী কিলোওয়াট প্রতি বিদ্যমান হারে জামানত প্রদান করতে হবে।
# অতিরিক্ত লোডের জন্য লাইন, ট্রান্সফরমার, সার্ভিস তার/ মিটার বদলানোর প্রয়োজন হলে উক্ত ব্যয় গ্রাহককে বহন করতে হবে।
# প্রাক্কলন ও জামানতের অর্থ জমা দানের ৭(সাত) দিনের মধ্যে লোড বৃদ্ধি কার্যকর করা হবে। যদি লোড বৃদ্ধি করা সম্ভবপর না হয় তবে তার কারণ জানিয়ে গ্রাহককে একটি পত্র দেয়া হবে।
খুটি / লাইন স্থানান্তর
৫০০.০০ (পাঁচশত) টাকা সমীক্ষা ফি জমা দিয়ে আবেদন করতে হবে। সমীক্ষা অনুযায়ী স্থানান্তরের প্রাক্কলিত অর্থ আবেদনকারী কর্তৃক জমা সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
গ্রাহকের নাম পরিবর্তনের পদ্ধতি
গ্রাহক ক্রয় সূত্রে/ ওয়ারিশসূত্রে /লিজসূত্রে জায়গা বা প্রতিষ্ঠানের মালিক হলে সকল দলিলের সত্যায়িত ফটোকপি ও সর্বশেষ পরিশোধিত বিলের কপিসহ আবেদন করতে হবে। সরেজমিন তদন্ত করে নাম পরিবর্তনের জন্য বিদ্যমান হারে নতুন নামে জামানত প্রদান করতে হবে। সকল বকেয়া পরিশোধিত হতে হবে। মৃত্যু জনিত কারণে হলে স্থানীয় জন প্রতিনিধির সনদ এবং অপরাপর উত্তরাধিকারীদের লিখিত সম্মতি প্রয়োজন হবে। গ্রাহক জামানত এবং প্রযোজ্য নাম পরিবর্তন ফি নির্ধারিত অফিসে জমা দিলে ৭(সাত) দিনের মধ্যে নাম পরিবর্তন কার্যকর হবে।
অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার, মিটারে হস্তক্ষেপ, বাইপাস, বিনা অনুমতিতে সংযোগ গ্রহণ ইত্যাদি ক্ষেত্রে আইনগত ব্যবস্থা
বিদ্যুৎ আইনের [Electricity Act,1990 & As Amended The Electricity (Amendment) Act,2006”] ৩৯ ধারা অনুসারে এ ক্ষেত্রে নূন্যতম ১বছর হতে ৩বছর পর্যন্ত জেল এবং ১০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। তাছাড়া অবৈধ ভাবে বিদ্যুৎ ব্যবহারের জন্য প্রাক্কলিত বিদ্যুৎ বিল প্রদান করতে হবে। এছাড়াও উক্ত বিদ্যুৎ ব্যবহারের দ্বারা যদি বিদ্যুৎ সরবরাহ সংস্থার বৈদ্যুতিক সরঞ্জাম. মিটার. মিটারিং ইউনিট ইত্যাদি ক্ষতিগ্রস্থ হয় তবে ক্ষতিগ্রস্থ বৈদ্যুতিক সরঞ্জাম, মিটার, মিটারিং ইউনিট ইত্যাদি পুনরায় সচল করা গেলে মেরামত খরচ অথবা সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত বা পুনরায় সচল করা যাবে না এরুপ সরঞ্জামের জন্য পুনঃস্থাপনের ব্যয়সহ প্রকৃত মূল্য আদায় করা হবে।
অবৈধ বিদ্যুৎ ব্যবহারের জন্য উপরোক্ত অর্থাদি ছাড়াও নিম্নোক্ত হারে সাধারণ জরিমানা দিতে হবে।
আবাসিক, বানিজ্যিক, দাতব্য প্রতিষ্ঠান, ষ্ট্রিট লাইট - ৫০০.০০
সেচ সংযোগ - ২০০০.০০
শিল্প ( ৩০ কেভিএ পর্যন্ত ) - ৪৫ কেভিএ পর্যন্ত ৫,০০০.০০
শিল্প ( ৩০ হতে ৭৫ কেভিএ পর্যন্ত ) - ৪৫ এর উর্দ্ধে ৭৫ পর্যন্ত ৭,৫০০.০০
শিল্প ( ৭৫ কেভিএ এর উর্দ্ধে ) - ১৫,০০০.০০ (শিল্প / বৃহৎ শিল্প)